ঝিনাইদহ মহেশপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলনে সভাপতি রনি; সাধারণ সম্পাদক দবীর নির্বাচিত – News Portal 24
ঢাকাSunday , ৩০ জানুয়ারী ২০২২

ঝিনাইদহ মহেশপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলনে সভাপতি রনি; সাধারণ সম্পাদক দবীর নির্বাচিত

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ৩০, ২০২২ ৯:২৪ অপরাহ্ন
Link Copied!

মো. আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:: ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছে সাবেক সংসদ মরহুম শহিদুল ইসলাম মাষ্টারের ছেলে মেহেদী হাসান রনি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে দবীর উদ্দিন বিশ্বাস।

আজ ৩০ জানুয়ারি রোববার সকাল ১০টার সময় ভৈরবা শহিদুল ইসলাম ডিগ্রী কলেজে অনুষ্ঠিত দ্বি বার্ষিক সন্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তি যোদ্ধা এ্যাডঃ এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাডঃ এম এ মজিদ,যুগ্ন আহবায়ক আব্দুল মালেক , যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান, যুগ্ন আহবায়ক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ সদর বিএনপির সভাপতি এ্যাডঃ কামাল আজাদ পান্নু ও চৌগাছা উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

দ্বি-বার্ষিক সন্মেলনে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা বিএনপির আহবায়ক এস এম শাহজামান মোহন।