করোনা শনাক্ত হওয়ার কতদিন পর বুস্টার ডোজ নেবেন - News Portal 24
ঢাকাSunday , ৩০ জানুয়ারী ২০২২

করোনা শনাক্ত হওয়ার কতদিন পর বুস্টার ডোজ নেবেন

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ৩০, ২০২২ ৩:৪২ অপরাহ্ন
Link Copied!

দেশে এক মাসেরও অধিক সময় ধরে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির কর্মীদের সুযোগ রেখে গত ১৯ ডিসেম্বর বুস্টার ডোজ দেওয়া উদ্বোধন করা হয়। পরে দুই দফায় বয়স কমিয়ে এখন ন্যূনতম বয়স করা হয়েছে ৪০ বছর।

আগেই জানানো হয়েছে, দ্বিতীয় ডোজ পাওয়ার ছয় মাস পরই শুধু বুস্টার ডোজ নেওয়া যাবে। ইতিমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, এমন ব্যক্তিরাই বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ পাচ্ছেন। এ জন্য নতুন করে নিবন্ধনের দরকার হচ্ছে না।

আরও জানানো হয়েছে, যারা যে টিকা কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, তারা সেই কেন্দ্র থেকে বুস্টার ডোজ পাবেন। এই ডোজের জন্য এসএমএস দেওয়া হবে। বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে সঙ্গে নিতে হবে। তবে যারা এসএমএস পাচ্ছেন তারা যদি করোনা সংক্রমিত হন, তাহলে এ অবস্থায় টিকা নেবেন কি না; তা জানার আগ্রহ রয়েছে অনেকের।

স্বাস্থ্য স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, ‘টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর করোনা শনাক্ত হওয়ার ছয় সপ্তাহ পর বুস্টার ডোজ নেওয়া যাবে।’ আজ রবিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানান।

নাজমুল ইসলাম বলেন, ‘যারা দ্বিতীয় ডোজ নেওয়ার পর বুস্টার ডোজের জন্য নির্বাচিত হয়েছেন, যাদের কাছে এসএমএস এসেছে, তারা যদি করোনা আক্রান্ত হওয়ার কারণে নিতে না পারেন তাহলে করোনা শনাক্ত হওয়ার ছয় সপ্তাহ পরে বুস্টার ডোজ নিতে পারবেন।’