অসুস্থ বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেলেন ছেলে ও ছেলের বউ – News Portal 24
ঢাকাSunday , ৩০ জানুয়ারী ২০২২
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও কৃষক
  7. ক্যাম্পাস
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. চট্টগ্রাম
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জানা-অজানা
  14. ধর্ম
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেলেন ছেলে ও ছেলের বউ

নিউজ পোর্টাল ২৪
জানুয়ারী ৩০, ২০২২ ৫:৪৯ অপরাহ্ন
Link Copied!

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের মৃত আব্দুল ছত্তার খানের স্ত্রী আনোয়ারা বেগমকে রাস্তার পাশে রেখে চলে গেলেন সন্তানেরা। বয়সের ভারে ন্যুব্জ তিনি। কাজ করছে না শরীরের কোনো কোনো অঙ্গ। এ অবস্থায় স্বজনদের পাশে থাকা প্রয়োজন সবচেয়ে বেশি হলেও তাদের সাহচর্য পাচ্ছেন না অশীতিপর আনোয়ারা বেগম।

এই বৃদ্ধা এখন দিন কাটাচ্ছেন মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের তথ্যসেবা দেয়ার কামরায়। প্রায় ১ মাস ধরে অসুস্থ আনোয়ারা স্বজনদের খুঁজছেন। আনোয়ারা বেগমের দেয়া তথ্যমতে সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের মৃত আব্দুল ছত্তার খানের স্ত্রী। তার সন্তান হানিফ খান ও ছেলের বউ তাকে রাস্তায় ফেলে রেখে যান।

মুলাদীর পাতারচর গ্রামের কাজী সোলায়মান বলেন, ২ জানুয়ারি রোববার সকাল ১০টায় খেজুরতলা বাজারে যাবার সময় বাজার মসজিদের পাশে এক বৃদ্ধ মহিলাকে শুয়ে থাকতে দেখে সেখানে গেলে আনোয়ারা জানান, ছেলে ও ছেলের বউ আমাকে ফেলে রেখে গেছেন। উপায়ান্তর না দেখে মুলাদী থানার ওসিকে জানালে তিনি বৃদ্ধাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

নাজিরপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও বরিশাল জেলা মহিলা দলের সভানেত্রী শায়লা শারমিন মিম্মু তাকে শীতবস্ত্র ও সুস্থতার জন্য ঔষধ দিয়েছেন। কিন্তু তাকে দেখার মত কাছে কেউ নেই।

মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাইয়েদুর রহমান জানান, অশীতিপর আনোয়ারা বেগমের এক হাত ও এক পা অচল। তাকে সাময়িকভাবে হাসপাতালে রাখা ও চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তার সঠিক চিকিৎসার জন্য এ সময়টিতে স্বজনদের তার কাছে থাকা অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ  প্রবাসী কামালপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র প্রতিবন্ধীকে অটোরিক্সা বিতরণ