মামুন আব্দুল্লাহ, মানিকগঞ্জ প্রতিনিধি:: মানিকগঞ্জের দৌলতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদের স্মরণে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম রাজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নুরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এইসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন আবুল,মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার,প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুর রেজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুল হক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রনি সাহা, ছাত্র লীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন, দৌলতপুর মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবি খান বাবু, সাধারন সম্পাদক মোঃ সালমান খান, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, সাংবাদিক নুরুল ইসলাম ও স্থানীয় মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।