মানিকগঞ্জ দৌলতপুরে বীর শহীদের স্মরণে স্মৃতিস্থম্ভ উদ্বোধন করলেন ডিসি মুহাম্মদ আব্দুল লতিফ - News Portal 24
ঢাকাSunday , ১২ ডিসেম্বর ২০২১

মানিকগঞ্জ দৌলতপুরে বীর শহীদের স্মরণে স্মৃতিস্থম্ভ উদ্বোধন করলেন ডিসি মুহাম্মদ আব্দুল লতিফ

নিউজ পোর্টাল ২৪
ডিসেম্বর ১২, ২০২১ ৫:২৫ অপরাহ্ন
Link Copied!

মামুন আব্দুল্লাহ, মানিকগঞ্জ থেকে:: মানিকগঞ্জের দৌলতপুরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদের স্মরণে স্মৃতিস্থম্ভ উদ্বোধন করলেন ডিসি মুহাম্মদ আব্দুল লতিফ।

রবিবার (১২ ডিসেম্বর) বিকাল ৩.০০ ঘটিকায় সময় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে বীর শহীদের স্মরণে স্মৃতিস্থম্ভ উদ্বোধন করেন।

এইসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরুল হাসান,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম রাজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন আবুল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, ডেপুটি কমান্ডার মোঃ নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুর রেজ্জাক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রনি সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ মহিদুর রহমান মুক্তা, চকমিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.বি.খান বাবু, সহসভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, সাংগঠনিক সম্পাদক মামুন আব্দুল্লাহ, সাংবাদিক নুরুল ইসলাম সহ স্থানীয় মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।