মহেশপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - News Portal 24
ঢাকাWednesday , ১ ডিসেম্বর ২০২১

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিউজ পোর্টাল ২৪
ডিসেম্বর ১, ২০২১ ৭:৫৯ অপরাহ্ন
Link Copied!

মো. আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:: ঝিনাইদহের মহেশপুর উপজেলা ১১ নং মান্দারবাড়ীয়া ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে রাষ্ট্রীয় মর্যাদার দাফন ও জানাজা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ উপজেলা নির্বাহী অফিসার, মান্দারবাড়ীয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. শফিদুল ইসলাম, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব বিশ্বাস, আলহাজ্ব সাহেব আলী খান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল আওয়াল, সাংগঠনিক কমান্ডার মো. আব্দার রহমান, মহেশপুর উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. রাজিদুল ইসলাম রাজা, যুগ্ম সম্পাদক মো. ওয়াসিম আকরাম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মহেশপুর উপজেলা শাখা, বীরমুক্তিযোদ্ধার সন্তান মো. শাহিনুর রহমান, সচিব মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদ।

এসময় উপজেলা ও ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন মহেশপুর পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার।