এসএসসি পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর - News Portal 24
ঢাকাTuesday , ২৮ ডিসেম্বর ২০২১

এসএসসি পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর

নিউজ পোর্টাল ২৪
ডিসেম্বর ২৮, ২০২১ ২:৪৩ অপরাহ্ন
Link Copied!

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩০ ডিসেম্বর। মঙ্গলবার দুপুরে রাজধানীর নায়েম ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল তৈরির কাজ শেষ, এখন প্রকাশের অপেক্ষা।

এর আগে ২৭ ডিসেম্বর ফল প্রকাশের তারিখ ধরে নিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফর থাকায় আগামী ৩০ ডিসেম্বর ফল প্রকাশ হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছিল।

এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে উন্মুখ হয়ে আছে শিক্ষার্থী ও অভিভাবকরা। নিজ নিজ শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে এই ফল জানা যাবে।

করোনার প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখের বেশি।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন নেয়া হবে অনলাইনে।

আবেদন নেওয়া শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

এছাড়া উচ্চ মাধ্যমিক ও সমমানে ভর্তির অনলাইন আবেদন ৫ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এর আগে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

আবেদনের পর তিন ধাপে ফল প্রকাশ এবং ভর্তি সম্পন্ন করা হবে। ভর্তিপ্রক্রিয়া শেষে আগামী মার্চে ক্লাস শুরু হবে।

২০২১ সালের SSC রেজাল্ট মোবাইলে জানুন সহজেই!

বোর্ড কতৃর্ক রেজাল্ট প্রকাশিত হবার পর SMS-এর মাধ্যমেই জানতে পারবেন ফলাফল। প্রতি SMS-এর জন্য ২.৬৭ টাকা প্রযোজ্য (সকল চার্জ অন্তর্ভুক্ত)।

সাধারণ শিক্ষা বোর্ড
SSC<space>BOARD<space>ROLL<space>YEAR পাঠিয়ে দিন 16222 নম্বরে
Example: SSC DHA 123456 2021 পাঠিয়ে দিন 16222

মাদ্রাসা বোর্ড
SSC<space>MAD<space>ROLL<space>YEAR পাঠিয়ে দিন 16222 নম্বরে

আরও পড়ুনঃ  Dialogue about your aim in life for JSC, SSC, HSC, Class 6, 7, 8, 9, 10

কারিগরি শিক্ষা বোর্ড
SSC<space>TEC<space>ROLL<space>YEAR পাঠিয়ে দিন 16222 নম্বরে

শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর যেভাবে লিখবেন-

Dhaka– Dha
Barisal– Bar
Chattogram– Chi
Comilla- Com
Jessore – Jes
Rajshahi– Raj
Sylhet- Syl
Dinajpur– Din
Mymensingh– Mym
Madrasa– Mad
Technical– Tec

এছাড়া, ফল প্রকাশের দিন দুপুর ১২টা থেকে http://www.educationboardresults.gov.bd/ এই ওয়েবসাইটে গিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে। এ জন্য ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট জায়গায় শিক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে ফল জানা যাবে।