বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বীর নিবাস নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের ঘর নির্মাণের মধ্যে দিয়ে বীর নিবাস প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন ও প্রকল্পটি বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা ট্রেডার্স এর ঠিকাদার মোঃ মোস্তফা প্রমূখ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, ২০২০-২০২১ অর্থ বছরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ১ কোটি ৩৩ লক্ষ ৯৮ হাজার ৬২৯ টাকা ব্যয়ে উপজেলার ১০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস নির্মাণ করা হবে।