সোনার পানি পান করেন নীতা আম্বানি – News Portal 24
ঢাকাThursday , ৭ অক্টোবর ২০২১

সোনার পানি পান করেন নীতা আম্বানি

নিউজ পোর্টাল ২৪
অক্টোবর ৭, ২০২১ ৭:৫১ অপরাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: সোনার পানি পান করেন রিলায়্যান্সের মালিক মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। বিশ্বের সবচেয়ে দামি পানি। ৭৫০ মিলিলিটার পানির বোতলের দাম ৬০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৫১ লাখ ৪৬ হাজার ২৬৭ টাকা)।

পানির দাম এত? স্বাস্থ্যকে তরতাজা রাখতে যে পানি নীতা খান তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’। এটি বিশ্বের সবচেয়ে দামি পানির মধ্যে একটি।

বোতলবন্দি ওই পানি আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয়, এই পানীয় জল স্বর্ণভস্ম মিশ্রিত। ৫ গ্রাম স্বর্ণভস্ম থাকে এতে। যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই এই পানির দাম লাখ লাখ টাকা।

২০১০-এ ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’ গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসাবে খ্যাতি পেয়েছিল। বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকে ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই বোতল। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২২ হাজার টাকা। সূত্র: ইন্টারনেট।