ওসমানী নগর সংবাদদাতা:: সিলেটের ওসমানী নগরের কামার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বালাগঞ্জের বাদেহস্থিদুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী আব্দুল খালিক তালুকদারের পক্ষ থেকে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (০৪ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগি মো. রবিন আহমদ আব্দালের সভাপতিত্বে ও মুস্তাকুর রহমান দিপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান শিক্ষক মাহমদ আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইউপি সদস্য শেখ আব্দুল মজিদ, আব্দুল কাদির, হুশিয়ার আলি, ম্যানেজিং কমিটির সভাপতি আছাব আলি, বোয়ালজুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ১, ২ ও ৩ সদস্য সাহেরা বেগম, কয়েছ আহমদ, শরিফ আলি ও আতিকুর রহমান টিপু শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ সহ প্রমুখ।
এসময় স্কুলের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়।
ভিডিওটি প্লে করুন-