ঢাকাTuesday , ৫ অক্টোবর ২০২১

লালমনিরহাটে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

নিউজ পোর্টাল ২৪
অক্টোবর ৫, ২০২১ ৯:৪৩ অপরাহ্ন
Link Copied!

হাফিজার রহমান বাপ্পী, কালীগঞ্জ উপজেলা, লালমনিরহাট প্রতিনিধি:: একসময় দেখা যেত, গ্রামের মাঠজুড়ে বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা। কিশোর কিশোরীরা মেতে থাকতো দাড়িয়াবান্ধা, গোল্লাসুট, কানামাছি ভোঁ-ভোঁ, বৌছি, হাড়িভাঙ্গা, সাঁতার, কলাগাছ খেলাসহ নানান খেলাধধুলায়।

কালের বির্বতনে প্রায় হারিয়ে যেতে বসেছে এসব খেলা। সেই প্রাচীন খেলা গুলোকে আবার নতুন করে আয়োজন করেছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মৌজাশাখাতী সরদার পাড়া গ্রামের একরূপ সমাজ উন্নয়ন ক্লাব।

আয়োজনের মধ্যে ছিল সাঁতার প্রতিযোগিতা, হাঁস ধরা প্রতিযোগিতা, কলাগাছ উঠা প্রতিযোগিতা, হাড়িভাঙ্গা খেলা, চেয়ার খেলা। পুরো গ্রামজুড়ে ছিল ব‍্যাপক উৎসাহ উদ্দীপনা, চারদিক থেকে মানুষের ঢল নামে সরদার পাড়া গ্রামে, আজিজুল মাষ্টারের বাড়ি সংলগ্ন পুকুরপাড় ছিল কানায় কানায় মানুষের উপস্থিতি।

সাবেক সহকারি শিক্ষক আজিজুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা শাখা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম বিপ্লব, মদাতী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গোলাম কিবরিয়া জুয়েল, ইউপি সদস্য আবতাবুজ্জামান দুলাল, যুবলীগ নেতা হারুন অর রশীদ প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।