মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি$:: বাংলা চলচ্চিত্রের অন্যতম চিত্রনায়িকা চমক তারা। চমক তারা তার নির্দেশনায় নিজের ইউটিউব চ্যানেলে “পিরিয়ড ডে” উপলক্ষ্যে আগামী ১০ তারিখে “নারী” নামের একটি শর্টফিল্ম প্রকাশিত হবে।
এ শর্টফিল্মটির গল্পটি লিখেছেন ইফতেখার আহমেদ। এটি নির্মাণ করেছেন চমক তারা নিজেই। কাজটি প্রসঙ্গে চমক তারা জানান, পিরিয়ডকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনার দিক থেকে আমাদের দেশ এখনো অনেকটা পিছিয়ে আছে।
আমাদের দেশে এখনো পিরিয়ডকে বড়সড় লজ্জার বিষয় হিসেবেই ধরা হয়। তাই বর্তমানে জরুরি ভিত্তিতে দরকার মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। এ শর্টফিল্মটির মাধ্যমে দেশের মানুষদের মাঝে শিক্ষণীয় বার্তা ফুটে উঠবে। এছাড়াও তিনি আরও জানান এ শর্টফিল্মটিতে প্রথমবারের মত তারই নিজের আপন ছোটবোন নুসরাত রাত্রী ”নারী” চরিত্রে কাজ করেছে।