অনলাইন ডেস্ক:: জয়পুরহাটের পাঁচবিবিতে বিয়ের কথা বলে আপন বড় ভাইয়ের বিধবা স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দেবর ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার লকনাহার গ্রামের মৃত খাজের আলীর ছেলে এবং ভুক্তভোগীর দেবর করিম হোসেন দুদু (৬০) এবং একই গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে সাব্বির হোসেন (২৭) ।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ওই গৃহবধূর স্বামী মারা যায়। এরপর ওই গৃহবধূর দেবর করিম হোসেন দুদু বিয়ের কথা বলে ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সর্ম্পক গড়ে তোলেন।
বর্তমানে ওই নারী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ পরিস্থিতিতে নির্যাতিত নারী দেবরকে বিয়ের কথা বললে তিনি নানা টালবাহানা করতে থাকেন। পাশাপাশি ওই গৃহবধূকে গর্ভপাত করানোর জন্য চাপ প্রয়োগ এমনকী হত্যার হুমকিও দেন। এরই মধ্যে শনিবার রাতে অভিযুক্ত করিম হোসেন দুদু তার নাতি সাব্বির হোসেনের সহযোগিতা নিয়ে ওই গৃহবধূর ঘরে ঢুকে আবারও তাকে ধর্ষণ করেন।
রাতেই অন্তঃসত্বা ওই গৃহবধূ সন্তানের পিতৃ পরিচয় ও জীবনের নিরাপত্তা চেয়ে দুইজনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর পুলিশ রাতেই তাদেরকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ দুইজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।