ফুলবাড়ীতে চলাচলের রাস্তায় বেড়া, চরম বিপাকে শিক্ষার্থী ও জনসাধারণ – News Portal 24
ঢাকাThursday , ৭ অক্টোবর ২০২১

ফুলবাড়ীতে চলাচলের রাস্তায় বেড়া, চরম বিপাকে শিক্ষার্থী ও জনসাধারণ

নিউজ পোর্টাল ২৪
অক্টোবর ৭, ২০২১ ৭:২০ অপরাহ্ন
Link Copied!

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলাচলের রাস্তায় ঢেউটিন ও পাটকাঠির বেড়া (চ্যাকার) দিয়ে রাস্তা বন্ধ করায় চরম বিপাকে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থীসহ শতাধিক পরিবার। প্রায় একমাস অবরুদ্ধ থাকার পর গত মঙ্গলবার রাস্তা উদ্ধারের দাবীতে উপজেলা নিবার্হী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।

জানা গেছে, উপজেলার ছিট রাবাইটারী থেকে নেওয়াশি গামী প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে ওই গ্রামের শতাধিক পরিবারের লোকজন এবং ছিটরাবাইটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করে। সম্প্রতি ওই এলাকার আব্দুল কাদের ও তার ভাইয়েরা রাস্তাটি তাদের ব্যক্তিগত দাবী করে টিন ও পাটকাঠির বেড়া দিয়ে বন্ধ করে দেন। ওই রাস্তায় টিনের চালা উঠিয়ে বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগিয়ে দেন তারা।

ফলে স্থানীয় লোকজনের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদের চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় অনেকদুর ঘুরে বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। রাস্তা না থাকায় শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে ছিটরাবাইটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী মাসুম, রিপন, হাবিবা জানায়, আগে স্কুলের সামনের ওই রাস্তা দিয়ে আমরা সোজাসুজি চলে আসতাম। এখন বেড়া দিয়ে বন্ধ করায় প্রায় এক কিলোমিটার ঘুরে স্কুলে আসতে হচ্ছে। ফলে অনেক শিক্ষার্থী স্কুল আসা ছেড়ে দিয়েছে।

ওই গ্রামের আলহাজ্ব মেছের আলী, আবুল হোসেন প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, প্রভাষক আজিজার রহমান, শিক্ষক নজরুল ইসলাম জানান, জন্ম থেকে ওই রাস্তা দিয়েই চলাচল করছি। এখন হঠাৎ করে তারা ওই জমির মালিকানা দাবী করে বেড়া দিয়ে চলাচল বন্ধ করেছে।

বিকল্প কোনো রাস্তা না থাকায় আশপাশের প্রায় শতাধিক পরিবারের লোকজন অন্যের জমির আঁইল,বাগান কিংবা বাড়ীর ভিতর দিয়ে চলাচল করছে।

এ প্রসঙ্গে রাস্তার জমির মালিকানা দাবীকারী আব্দুর কাদের ও তার ভাইয়েরা বলেন, আগে আমরা পুর্ব দিকে রেকর্ডী রাস্তা ভোগদখল করতাম আর পশ্চিম দিকে আমাদের মালিকানা জমি দিয়ে লোকজন চলাচল করতো। কিন্তু এখন পূর্ব পার্শ্বের রেকর্ডী রাস্তা ছেড়ে দিয়ে পশ্চিম পার্শ্বের মালিকানার জমিতে বেড়া দিয়েছি।

উপজেলা নিবার্হী অফিসার সুমন দাস জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে চলাচলের রাস্তা উদ্ধারের ব্যবস্থা নেয়া হবে।