প্রতিশোধ মানে
কারো মৃত্যু কামনা নয়।
বেঁচে থাকতে হলে
জীবনের সাথে লড়তেই হবে।
নচেৎ জীবনও যে সুযোগ পেলে
প্রতারণা করবে না তার কি মানে।
আমার মধ্যেও যে অসীম শক্তি বিরাজিত
যুদ্ধে না নামলে তো
এই অপরিসীম শক্তির সন্ধান
পেতাম না কোনোদিনই।
তুমি কিংবা আমি,
আমারা সকলেই অনন্যা,
অপ্রতুল শক্তির অধিকারিনী।
শুধু একটু সময়ের অপেক্ষা।
কবি হয়েছি বলে কি
অস্ত্র তুলতে জানি না !
নাকি রমণীরা শুধু ভালোবাসতে জানে?
প্রেমিক, অপ্রেমিক দুটোতেই যেমন
পুরুষের অধিকার আছে,
রমণীরাও শত্রুকে ঘৃণা করতে জানে।
রমণীরাও জানে,
তার অপ্রেমিক কিংবা শত্রুর
মৃত্যু কামনা না করেই
প্রতিশোধ নিতে।
প্রতিশোধ মানে কারো মৃত্যু কামনা নয়,
বরং বাঁচিয়ে রেখে নিজের সফলতার প্রত্যক্ষদর্শী করা।