নেতা না, জনগণের সেবক হতে চাই: ছালেহ আহমদ - News Portal 24
ঢাকাSaturday , ২ অক্টোবর ২০২১

নেতা না, জনগণের সেবক হতে চাই: ছালেহ আহমদ

নিউজ পোর্টাল ২৪
অক্টোবর ২, ২০২১ ১১:৫৮ পূর্বাহ্ন
Link Copied!

ডেস্ক রিপোর্ট:: আরো বেশি করে জনগণের সেবা করার জন্য ইউনিয়ন পরিষদের সদস্য হতে চান বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সাবেক মেম্বার পদপ্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ছালেহ আহমদ। তরুণ এ সমাজসেবক বলেছেন, বৃহত্তর পরিসরে শত মানুষের সেবা করার জন্য একজন ব্যক্তির পক্ষে যা সম্ভব নয়, তা সহজেই করতে পারেন একজন ইউপি সদস্য।

তিনি বলেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি ইতিমধ্যে ইউপি সদস্য পদপ্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছি। কিন্তু আমি নেতা হতে চাই না। জনগণের সেবক হতে চাই।

জনগণের সেবক কীভাবে হবেন তার ব্যাখ্যা দিতে গিয়ে ছালেহ বলেন, ‘আপনারা দেখেন, বাজার সমিতি নির্বাচন, স্কুল কমিটি নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, জাতীয় নির্বাচনের সময় পোস্টারে ব্যানারে লেখা হয়, অমুক ভাইকে নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ দিন।’
ছালেহ বলেন, ‘চাকর মনিবের সেবা করে। মনিব কখনও চাকরের সেবা করে না। তার মানে যারা নির্বাচিত হতে চাচ্ছেন বা হবেন তারা হলেন সেবক। জনগণের চাকর। আমিও এভাবে সেবক হতে চাই।’
নানা সমাজসেবামূলক কাজ করে ইতিমধ্যে প্রশংসিত ছালেহ বলেন, ‘কষ্ট লাগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, নির্বাচিত হওয়ার পর সেই চাকর নিজেকে মনিব মনে করতে থাকেন। আর যখন তিনি নিজেকে মনিব ভাবেন, তখন প্রকৃত মনিব তথা জনগণের সেবা তিনি করতে পারেন না। করার মানসিকতাটাই থাকে না। এ জন্য প্রথমে আমি নিজেকে জনগণের চাকর হিসেবে দেখতে চাই। আমি কখনো নেতা হতে চাই না।’