দৌলতপুরে মা ইলিশ ধরা নিষিদ্ধে জনসচেতনতামূলক সভা – News Portal 24
ঢাকাSunday , ৩ অক্টোবর ২০২১

দৌলতপুরে মা ইলিশ ধরা নিষিদ্ধে জনসচেতনতামূলক সভা

নিউজ পোর্টাল ২৪
অক্টোবর ৩, ২০২১ ৬:৪৮ অপরাহ্ন
Link Copied!

মামুন আব্দুল্লাহ, মানিকগঞ্জ থেকে:: আজ রোববার (০৩ অক্টোবর) মানিকগঞ্জে দৌলতপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর আয়োজিত ৪ অক্টোবর থেকে ২২ দিন মা ইলিশ ধরা নিষিদ্ধে জনসচেতনতা মুলক সভায় আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরুল হাসান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মৎস্য অফিসার মো. সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম রাজা, ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দীন আবুল, ওসি তদন্ত মো. আব্দুর রউফ, উপজেলা মৎস্য অফিসার মো. ফরিদ আহমেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রনি সাহা, এস আই সাইফুল ইসলাম, সাংবাদিক মামুন আব্দুল্লাহ, মো. নুরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মৎস্য খাতকে কোনোভাবেই ধ্বংস হতে দেয়া হবে না। ৪ অক্টোবর থেকে ২২ দিন মা ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। শেখ হাসিনার নির্দেশনা, নজরদারি ও পৃষ্ঠপোষকতায় ভাতে-মাছে বাঙালির বাংলাদেশ ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করছি। মৎস্যসম্পদ রক্ষার মাধ্যমে খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে, বেকারত্ব দূর হচ্ছে, উদ্যোক্তা তৈরি হচ্ছে, গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে এবং দেশের রফতানি আয় বাড়ছে। মৎস্যজীবীদের স্বার্থেই মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ এবং অভিযান পরিচালনা করা হয়। জাতীয় স্বার্থ যারা ধ্বংস করতে চাইবে, তাদের বিষয়ে কোনো ধরনের বিবেচনা বা অনুকম্পা দেখানোর সুযোগ নেই।

এক্ষেত্রে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নিতে আমরা কুণ্ঠাবোধ করব না। দেশের মৎস্যসম্পদ মা ইলিশ রক্ষায় যত কঠিন হওয়া লাগে, তত কঠিন হতে হবে। কাউকে এ বিষয়ে ছাড় দেয়ার অবকাশ নেই।