তারাকান্দি বাজার বণিক সমিতির কমিটি গঠন: সভাপতি- জাকির, সম্পাদক- মোবারক – News Portal 24
ঢাকাWednesday , ৬ অক্টোবর ২০২১

তারাকান্দি বাজার বণিক সমিতির কমিটি গঠন: সভাপতি- জাকির, সম্পাদক- মোবারক

নিউজ পোর্টাল ২৪
অক্টোবর ৬, ২০২১ ৮:৪৫ অপরাহ্ন
Link Copied!

মোকারিম হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:: কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ঐতিহ্যবাহী সবজির বাজার তারাকান্দি বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক ব্যবসায়ী জাকির হোসেন এবং ৩য় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফার্নিচার ব্যবসায়ী মোবারক হোসেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে তারাকান্দি বাজার মাঠে স্বাস্থ্যবিধি মেনে বাজার ব্যবসায়ীদের উপস্থিতিতে ও সকল ব্যবসায়ীদের সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।

তারাকান্দি বাজার ব্যবসায়ী মোমতাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও ফজলুল হক এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন বণিক সমিতির সাবেক সভাপতি, সম্পাদক ও বাজারের ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন ডেইলি নিউজ পোর্টালকে জানান, ব্যবসায়ীদের বিপদে পাশে দাঁড়ানো, ব্যবসায়ীদের মালামাল নিরাপত্তা দেয়া সহ বাজারের সার্বিক উন্নয়নমূলক কাজে সমিতি কাজ করে যাবে।

তিনি আরো বলেন, আগামী ৭ দিনের মধ্যে সকল ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিব।