মো. আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:: ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড বাসীর আয়োজনে পৌরসভার হোল্ডিং ট্যাক্স সহ সকল উন্নয়ন মূলক নাগরিক সেবা প্রদানের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ই অক্টোবর ) সন্ধ্যায় পৌর ৯নং ওয়ার্ডের নওদাগা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নুরুল ইসলাম(পচা)এর সভাপতিত্বে ও মল্লিক ফয়জুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উম্মুক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র শেখ সোহেল আরমান, পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর (প্যানেল মেয়র টু) জাহিদ হোসেন, পৌর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল হুমায়ুন কবির, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রকিব উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মাজেদ,৪নং ওয়ার্ড কাউন্সিলর সুব্রত চক্রবর্তী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মহিলা প্যানেল মেয়র ( থ্রী ) শারমিন আক্তার সাথী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম,৭নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আল মামুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রত্না পারভিন সহ স্থানীয় সুধীজন, ওয়ার্ডের সকল নাগরিক বৃন্দ ও বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত ৯নং ওয়ার্ডের বিভিন্ন নাগরিকদের প্রশ্নের উত্তর দেন মেয়র সহিদুজ্জামান সেলিম ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর রকিব উদ্দিন।
বক্তব্যে পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম সকল নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ গুজবে কান না দিয়ে সরাসরি পৌরসভায় আসুন,আলোচনা করে আপনাদের সকল প্রকার নাগরিক সেবা গ্রহন করুন।
এসময় তিনি ৯নং ওয়ার্ডবাসীর সকল দাবি পূরণের আশ্বাস দেন।