অশ্লীলতা বন্ধের নামে সিলেটে পুড়ানো হলো কাশবন – News Portal 24
ঢাকাSaturday , ২ অক্টোবর ২০২১
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও কৃষক
  7. ক্যাম্পাস
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. চট্টগ্রাম
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জানা-অজানা
  14. ধর্ম
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

অশ্লীলতা বন্ধের নামে সিলেটে পুড়ানো হলো কাশবন

নিউজ পোর্টাল ২৪
অক্টোবর ২, ২০২১ ৯:৪৩ পূর্বাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: গত কয়েকদিন থেকে পর্যটকদের পদভারে মুখোর গোলাপগঞ্জের কাশবন। প্রতিদিন শতশত মানুষ দূরদূরান্ত থেকে কাশবনের সৌন্দর্য উপভোগ করার জন্য আসছিলেন। তবে বেশি দিন টিকল না প্রকৃতির এই সৌন্দর্য। অশ্লীলতা বন্ধের নামে এলাকাবাসী আগুন দিয়ে পুড়িয়ে দেন কাশবন।

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে কাশবনে আগুন ধরিয়ে দেন।

জানা গেছে, সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশে কাশবনটির অবস্থান।

স্থানীয়রা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় হাজারো মানুষের আগমন ঘটে কাশবনে। পরিবার-পরিজন নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ আসছেন। কাশবনের সৌন্দর্য দেখার নাম করে একদল মানুষ এখানে অশ্লীলতা সৃষ্টি করেছেন। প্রতিনিয়ত কাশবনের আড়ালে খারাপ কাজ চলছে। যে কারণে এলাকায় এর প্রভাব পড়ছে।

স্থানীয়রা আরও জানান, ওইদিন সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে কাশবনটিতে দু’পক্ষের মারামারির ঘটনা ঘটে। যে কোন সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। এজন্য সব দিক বিবেচনা করে এই ঘটনার কিছু সময় পর আগুন লাগার ঘটনা ঘটে।

অপরদিকে কাশবনে আগুন দেওয়ায় অনেকে এর সমালোচনাও করছেন। তারা বলছেন, এটা কোন ভাবেই জ্বালিয়ে দেওয়া উচিত হয়নি। মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। আর তারা এর সৌন্দর্য জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ’র দেওয়া ফুলগুলো না জ্বালিয়ে মানুষের প্রবেশ বন্ধ করে দিলেও হতো। প্রকৃতি ধ্বংসকারীদের বিচার হওয়া উচিৎ।

আরও পড়ুনঃ  প্রবাসী কামালপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র প্রতিবন্ধীকে অটোরিক্সা বিতরণ