৬১ বছরের প্রেমে পাগল নারী বিয়ে করলেন ২৪ বছরের যুবককে – News Portal 24
ঢাকাTuesday , ১৪ সেপ্টেম্বর ২০২১

৬১ বছরের প্রেমে পাগল নারী বিয়ে করলেন ২৪ বছরের যুবককে

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ১৪, ২০২১ ৮:৩৭ অপরাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: নাতির বয়স ১৭। তার বন্ধুর বয়স ২৪। আর সেই বন্ধুর প্রেমেই পাগল ৬১ বছরের দাদি। শেষ পর্যন্ত সেই যুবককে বিয়েও করলেন তিনি। সামাজিক মাধ্যমে লাইভ দেখানো হলো সেই বিয়ের অনুষ্ঠান।

৩ সেপ্টেম্বর এই বিয়ের ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য। ২৪ বছর বয়সী বর কোরান ম্যাককেইন ইতালীয় এবং ৬১ বছর বয়সী কনে শেরিল আমেরিকান।

বিয়ের ব্যাপারে নববধূ শেরিল বলেন, রাস্তায় বেশির ভাগ মানুষ আমার স্বামীকে আমার নাতি বলে চিহ্নিত করে। এটা ভাল লাগে না।

৬১ বছর বয়সী শেরিল ম্যাকগ্রেগরের নাতির একটি খাবারের দোকান আছে। সেই দোকানেই কাজ করতেন কোরান ম্যাককেইন। মাত্র ১৫ বছর বয়সে শেরিলের সঙ্গে পরিচয় হয় কোরানের। ২০১২ সালে ওই বয়সে কোরান তার ছেলের দোকানে কাজ শুরু করেন। তখনই তাদের প্রথম পরিচয়। এরপর অবশ্য তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। আবার ২০২০ সালে গড়ে ওঠে যোগাযোগ। তখন থেকে নিয়মিত কথা হতে থাকে তাদের মধ্যে। এক দিন একটি ক্যাফেতে হঠাৎই আংটি নিয়ে শেরিলকে বিয়ের প্রস্তাব দেন কোরান।

কোরান বলেন, শেরিল খুবই নরম মনের মানুষ। তিনি সুন্দরী, সৎ ও আবেগী। সে কারণেই তাকে আমার পছন্দ হয়। আমি যখন তাকে বিয়ের প্রস্তাব দিই, তখন উনি অবাক হয়েছিলেন। এর আগে একবারও বিয়ের সম্পর্কে আবদ্ধ হননি শেরিল। এতদিন পর সম্পর্কে আবদ্ধ হতে পেরে শেরিল খুশি।

শেরিলের সাত সন্তান রয়েছে। সন্তানরা সবাই এই সম্পর্ককে মেনে নিয়েছেন। আপাতত বিয়ের আনন্দে মেতে আছে পুরো পরিবার। সূত্র : আনন্দবাজার পত্রিকা।