২০২১ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ফিলিস্তিনি যমজ ভাইবোন – News Portal 24
ঢাকাThursday , ১৬ সেপ্টেম্বর ২০২১

২০২১ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ফিলিস্তিনি যমজ ভাইবোন

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১২:৩৬ অপরাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: ২০২১ সালের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। সেখানে স্থান পেয়েছেন ফিলিস্তিনি অধিকার কর্মী ও যমজ ভাইবোন মুনা আল-কুর্দ ও মোহাম্মেদ আল-কুর্দ। খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ বছর বয়সী যমজ সহোদরের পরিবার অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ’র বাড়ি থেকে ইসরায়েলি বাহিনীর দ্বারা জোরপূর্বক বাস্তুচ্যুতের মুখোমুখি হয়েছিল।

চলতি বছরের শুরুর দিকে তারা ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করার জন্য একটি বৈশ্বিক প্রচারণার মুখ হয়ে ওঠে।

টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ এডওয়ার্ড ফেলসেন্থাল বলেন, সেরা ১০০ তালিকায় রয়েছে সেই অসাধারণ নেতারা, যারা বিশ্বজুড়ে গত এক বছরে একটি উন্নত ভবিষ্যৎ তৈরির জন্য কাজ করে গেছেন, সংকটের মধ্যেও ঝাঁপিয়ে পড়েছে।

এবার মোট ছয়টি ক্যাটাগরিতে ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বকে তুলে আনা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো- লিডারস, আইকনস, পাইওনিয়ার্স, আর্টিস্টস, ইনোভেটরস ও টাইটানস।