ঢাকাWednesday , ১৫ সেপ্টেম্বর ২০২১

২০২১ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১:৫৮ পূর্বাহ্ন
Link Copied!

ডেস্ক রিপোর্ট:: ২০২১ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষা নভেম্বরের ১০-১২ তারিখের মধ্যে যেকোনো দিন শুরু হতে পারে। পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে শিক্ষা বোর্ডগুলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষার ১৫ দিন আগেই প্রকাশ করা হবে সময়সূচি (রুটিন)।

ইতোমধ্যে প্রশ্নপত্র ছাপার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড সূত্র। চলতি সপ্তাহে জেলা পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হবে।

সূত্র জানায়, আগামী ১০ থেকে ১২ নভেম্বরের যেকোনো দিন থেকে পরীক্ষা শুরু করতে চায় শিক্ষা বোর্ডগুলো। যেহেতু ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা আয়োজনের কথা রয়েছে, সেহেতু উল্লেখিত সময়ে এসএসসি পরীক্ষা শুরু করলে পরবর্তী এক মাসের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে চলতি বছর নির্ধারিত সময়ে পরীক্ষার আয়োজন করা সম্ভব হয়নি বলে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রশ্ন বাছাইয়ের সুযোগ বাড়ানো হবে। আগে ১০টি প্রশ্নের মধ্যে ৭-৮টির উত্তর দিতে হলেও এবার মাত্র চারটির উত্তর দিতে বলা হবে।

পরীক্ষা হলে মানা হবে স্বাস্থ্যবিধি। ঝুঁকি এড়াতে পরীক্ষার্থীদের বেঞ্চে বসানো হবে ইংরেজি বর্ণ ‘জেড’ আকারে। শিক্ষক, পরীক্ষার্থীসহ সবাইকে মাস্ক পরে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রবেশ ফটকে থাকবে হ্যান্ড স্যানিটাইজার। মানা হবে সামাজিক দূরত্বও।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে এবার সারাদেশে প্রায় ২২ লাখ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। তার মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে চার লাখ ৭৩ হাজার শিক্ষার্থী রয়েছে।

আরও পড়ুনঃ  A Dialogue About The Importance of Tree Plantation