হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে চ্যাট করবেন যেভাবে – News Portal 24
ঢাকাSunday , ২৬ সেপ্টেম্বর ২০২১

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে চ্যাট করবেন যেভাবে

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ২৬, ২০২১ ২:১১ অপরাহ্ন
Link Copied!

প্রযুক্তি ডেস্ক:: হোয়াটসঅ্যাপে শেষ কখন অনলাইনে ছিলেন তা লুকিয়ে রাখার উপায় এখন অনেকেরই জানা। কিন্তু অনলাইনে থেকেও অন্যের চোখ এড়ানো সম্ভব, এবার সেই সুবিধা চালু করেছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপস হোয়াটসঅ্যাপ।

অনলাইনে থেকেও অফলাইন মুডের জন্য প্রথমত হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন অপশনটি চালু করতে হবে। তা হলে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ এলে মোবাইল ফোনের উপরের স্ক্রিনেই তা ফুটে উঠবে।

সেখান থেকেই চ্যাট করা যায়। এই অপশনে যদি কারও অসুবিধা হয় তা হলেও অন্য উপায় রয়েছে। গুগল প্লে স্টোর থেকে ‘হোয়াটসঅ্যাপ বাবল ফর চ্যাট’ অ্যাপটি ইনস্টল করে সেই সুবিধা পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে কারও সঙ্গে কথা বললে অনলাইনে দেখাবে না।

আরও একটি সহজ উপায় রয়েছে। কোনো মেসেজের উত্তর যদি অন না দেখিয়ে দিতে চান তা হলে ওই মেসেজটি আসার পর প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগ বন্ধ করতে হবে। তারপর হোয়াটসঅ্যাপে ঢুকে উত্তর দিতে হবে। হোয়াটসঅ্যাপ থেকে পুরোপুরি বাইরে বেরিয়ে গিয়ে ফের ইন্টারনেট সংযোগ চালু করে দিতে হবে। তা হলে আপনার বার্তা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে কিন্তু আপনাকে অনলাইন দেখাবে না। সূত্র: আনন্দবাজার পত্রিকা