অনলাইন ডেস্ক:: মুন্সিগঞ্জের চিতলিয়া বাজারে দুটি স্বর্ণের দোকান লুটে নিয়েছে ডাকাতরা। এসময় তারা প্রায় একশ ভরি স্বর্ণ ও ৪০ লাখের বেশি টাকা লুটে নেয় বলে দাবি করেছেন দোকান মালিকরা।
স্থানীয়রা জানায়, ‘গতকাল (১৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে নদীপথে চিতলিয়া বাজারে হানা দেয় ১৮ থেকে ২০জনের একটি ডাকাতদল। অস্ত্র দেখিয়ে প্রথমে তারা বাজারের দুই নৈশপ্রহরী ও পরে বণিক স্বর্ণশিল্পালয়ের কর্মচারি ও পাশের বাড়ির লোকজনের হাত-পা বেঁধে ফেলে।’
এসময় ভুক্তভোগীদের চিৎকার ও মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিলে নদীপথে পালিয়ে যায় ডাকাত দল। পালানোর সময় পুলিশের ট্রলারকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে ডাকাতরা।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আজ (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে সিসিটিভির ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে।