নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর কালিঘাটস্থ বন্ধু আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ১০ নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ তাদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন নারী ও ৪ জন পুরুষ।
গ্রেফতারকৃত পুরুষরা হচ্ছেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার কড়গ্রামের মো. আলীর ছেলে সেলিম আহমদ (২২), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কালানজিরা গ্রামের কাজল মিয়ার ছেলে মো. হাসান (৩০), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামের বেলাল আহমদের ছেলে পাবেল (২৪) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার কাস্তুল গ্রামের আব্দুল আলিমের ছেলে ফরিদ উদ্দিন (৩২)।