ডেস্ক রিপোর্ট:: সিলেট কেন্দ্রীয় কারাগারে মো. জইন উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত জইন উদ্দিন সিলেট মহানগরীর জালালাবাদ থানার সতর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
এ বিষয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মুজিবুর রহমান বলেন, জমি সংক্রান্ত একটি মামলায় জইন উদ্দিনকে গত মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছিল। পরে গতকাল রাতে বুকে ব্যথা অনুভব করেন তিনি।
জেলার আরও বলেন, জইন উদ্দিনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তী সময়ে মরদেহের ময়নাতদন্ত ও অন্যান্য আইনিপ্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।