সিলেটে দুই শতাংশে নেমে এলো আক্রান্তের হার – News Portal 24
ঢাকাMonday , ২০ সেপ্টেম্বর ২০২১

সিলেটে দুই শতাংশে নেমে এলো আক্রান্তের হার

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ২০, ২০২১ ২:৪২ অপরাহ্ন
Link Copied!

ডেস্ক রিপোর্ট:: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ জন।

গত ৩ মাসের মধ্যে সিলেট জেলায় আক্রান্তের হার সর্বনিম্ন ২ দশমিক ২৯ শতাংশে নেমে এসেছে। আর বিভাগজুড়ে আক্রান্তের হার ৪ দশমিক ৩০ শতাংশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া এক জনই সিলেট জেলার বাসিন্দা।

আর করোনা আক্রান্ত ৩৬ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলার ৬ জন, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৭ ও মৌলভীবাজারে ১৪ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ৭ করোনা আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত দেড় বছরে বিভাগটিতে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ২৮৩ জন। পক্ষান্তরে সুস্থ হয়ে ওঠেছেন মোট ৪৭ হাজার ৬৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১৪৩ জনের।

সোমবার পর্যন্ত বিভাগে মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৮৩৮ জন, সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৭ জন এবং মৌলভীবাজারের ৭২ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরো ১১৪ জন মারা গেছেন।

এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৬ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৮৪ জন, হবিগঞ্জে ৮ জন ও মৌলভীবাজারে ৪ জন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ৯৪ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ ২২ জন। উপসর্গ নিয়ে ৬৬ জন এবং আইসিইউতে রয়েছেন ০৬ জন।