ঢাকাMonday , ২০ সেপ্টেম্বর ২০২১

সিনেমার শুটিংয়ে মহাকাশে, অক্টোবরেই যাত্রা

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ২০, ২০২১ ২:৪৫ অপরাহ্ন
Link Copied!

বিনোদন ডেস্ক:: রাশিয়ার দুই মহাকাশচারী এবং দুজন সিনেমার মানুষ আগামী মাসের প্রথম দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) রওনা হবেন। প্রথমবারের মতো মহাকাশে সিনেমার শুটিংয়ের জন্য তাদের এই যাত্রা। গত বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতারা।

সোয়ুজ এমএস-১৯ ক্রাফটে ৫ অক্টোবর রওনা হবেন তারা। মহাকাশযানটি প্রায় ২২০ মাইল উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করবে।

‘সিনেমাটি একজন সাধারণ মানুষের গল্প নিয়ে। একজন ডাক্তার যার মহাকাশ নিয়ে তেমন কোনো ধারণাই নেই। এক মহাকাশচারীর জীবন বাঁচানোর জন্য তিনি আইএসএস-এ যাওয়ার প্রস্তাব পান।’ জানালেন নির্মাতা এবং অভিনেতা ক্লিম শিপেনকো।

ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার শিপেনকো জানান, উচ্চতার কারণে মহাকাশযানের ভেতরে ট্রেনিং করা এবং শুটিং করা, কোনোটিই সহজ নয় তার জন্য।

সিনেমার অভিনেত্রী পেরেস্লিড বলেন, তিনি নিজেকেই মেকআপ করা এবং পোশাক ডিজাইন করা শিখে নিয়েছেন এই ছবির জন্য। তবে মহাকাশে শুটিং এর জন্য তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। কারণ ভয় পাওয়ার সময় নেই এখন। সামনে অনেক কিছু বাকি। -ইন্ডিয়া টুডে