রোজ কলা কেন খাবেন? – News Portal 24
ঢাকাTuesday , ২১ সেপ্টেম্বর ২০২১

রোজ কলা কেন খাবেন?

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ২১, ২০২১ ৯:১৫ অপরাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: বাজারে যে ফলগুলো বারোমাস পাওয়া যায়, তার ভেতরে কলা উল্লেখযোগ্য। তবে কলা এমন একটি ফল যা নিয়ে বিতর্কের শেষ নেই। কলা খেলে ওজন বাড়বে না কমবে, তা নিয়ে নানা জনের নানা মত। কলায় থাকে প্রায় ১২১ ক্যালোরি। সেটিই অধিকাংশের চিন্তার কারণ।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে অতিরিক্ত ওজন বা ডায়াবিটিসের সমস্যা না থাকলে রোজ কলা খাওয়া ভালো। কারণ এত কম খরচে এত ধরনের পুষ্টির উপাদান পাওয়া যায় না অন্য কোনো খাবারে।

জেনে নিন রোজ কলা খেলে যে উপকার হয়-

  • কলায় অনেক পটাশিয়াম থাকে। তার প্রভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হৃদযন্ত্র সুস্থ থাকে।
  • নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টও থাকে কলায়। ফলে রোজ কলা খেলে হার্ট যেমন ভাল থাকে, তেমনই ত্বক ও চুলেরও যত্ন হয়।
  • এই ফলে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। বিজ্ঞানীদের মতে, ২৫ গ্রাম মতো ফাইবার খেলে হৃদরোগের আশঙ্কা এক ধাক্কায় ৪০ শতাংশ কমে যায়। ফলে কলা খেলে হৃদরোগের ঝুঁকিও কমবে।
  • ভিটামিন সি-ও থাকে কলায়। তাতে নানা ধরেনর অসুখের আশঙ্কা কমে।