● অনলাইন ডেস্ক:: কিশোরগঞ্জে রেলওয়ের কর্মচারী মাহমুদুল হাসান সাগরের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এরই মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশনের রেস্টহাউজে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় থানায় মামলা হলেও অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তবে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। -আরটিভি নিউজ
অভিযুক্ত সাগর রেলওয়ের প্রকৌশল বিভাগের চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মচারী। নির্যাতনের শিকার মেয়েটি তার খালাতো বোন।
পুলিশ জানায়, সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে স্টেশন এলাকার বাসা থেকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের দ্বিতীয় তলায় ভিআইভি রেস্টহাউজে নিয়ে যায় রেলওয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মাহমুদুল হাসান সাগর। এরপরে সেখানে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়।
এ সময় রেস্টহাউজের টয়লেটে ধর্ষণ করে। পরে রাত ৮টার দিকে মেয়েটির চিৎকার শুনে জিআরপি থানা পুলিশ ও স্টেশনের লোকজন সেখানে গিয়ে দরজার ছিটকিনি ভেঙে হাত-পা বাঁধা অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে। এ সময় জানালা দিয়ে পালিয়ে যায় সাগর।
এদিকে এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) রাতেই সাগরের নামে রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার জয়নাল মিয়া জানান, লোকজনের হইচই শুনে তারা ঘটনা জানতে পারেন। সিসি ক্যামেরার ফুটেজে সন্ধ্যার পর সাগরকে মেয়েটিকে নিয়ে রেস্টহাউজে যেতে দেখা যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জিআরপি থানার মো. এমদাদুল হক জানান, সাগরকে গ্রেপ্তারে অভিযান চলছে।