রান্নার পাতে জাম্বুরা, রেসিপি দিয়েছেন আঞ্জুমান্দ জাহিদ সেতু – News Portal 24
ঢাকাTuesday , ৭ সেপ্টেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি ও কৃষক
  7. ক্যাম্পাস
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. চট্টগ্রাম
  11. চাকরির খবর
  12. জাতীয়
  13. জানা-অজানা
  14. ধর্ম
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

রান্নার পাতে জাম্বুরা, রেসিপি দিয়েছেন আঞ্জুমান্দ জাহিদ সেতু

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ৭, ২০২১ ৮:৩২ পূর্বাহ্ন
Link Copied!

জাম্বুরার ঠাণ্ডাই

যা লাগবে : জাম্বুরা দুই কাপ, পানি আধা কাপ, বিটলবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, বরফ ইচ্ছামতো, সাদা গোলমরিচ গুঁড়া সামান্য।

যেভাবে করবেন : জাম্বুরা ছিলে ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। গ্লাসে ঢেলে বরফ ও জাম্বুরা দিয়ে পরিবেশন করতে হবে।

জাম্বুরা ইলিশের রসা

যা লাগবে : জাম্বুরার রস এক কাপ, ইলিশ মাছ ছয় টুকরা, হলুদ গুঁড়া এক চা চামচম, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, কাঁচামরিচ বাটা এক চা চামচ, চিনি সামান্য, তেল এক টেবিল চামচ।

যেভাবে করবেন : ইলিশ মাছ সব মসলা দিয়ে কষিয়ে রান্না করতে হবে। এক কাপ পানি দিয়ে মাছটি রান্না করতে হবে। এবার জাম্বুরার রস ও সামান্য চিনি দিয়ে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।

জাম্বুরার খোসায় মুগডা

যা লাগবে : মুগডাল এক কাপ, হলুদ ও মরিচ গুঁড়া আধা চা চামচ করে, আদা বাটা আধা চা চামচ, পেঁয়াজ ও রসুন কুচি পরিমাণমতো, তেল দুই টেবিল চামচ, জাম্বুরার খোসা চার টুকরা, লবণ স্বাদমতো।

যেভাবে করবেন : মুগডাল প্রথমে শুকনা তাওয়ায় ভেজে নিতে হবে। এবার ডালের সঙ্গে পরিমাণমতো পানি দিয়ে তেল, লবণ, হলুদ-মরিচ গুঁড়া আদা বাটা, রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে রান্না করতে হবে। ভালোভাবে সিদ্ধ হয়ে এলে জাম্বুরার খোসা ছোট টুকরা করে তিন-চার টুকরা দিন। এবার হালকা জ্বাল দেওয়ার পর ডাল বাগার দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।

জাম্বুরার চার্ট

যা লাগবে : জাম্বুরা একটা, চিলিফ্লেক্স এক চা চামচ, বিটলবণ ও লবণ পরিমাণমতো, চিনি এক চা চামচ, সরিষার তেল এক টেবিল চামচ।

যেভাবে করবেন : জাম্বুরা ছিলে একটা বাটিতে নিয়ে এর মধ্যে সব উপকরণ দিয়ে হালকা হাতে মেখে সাজিয়ে পরিবেশন করতে হবে।