সাকিব আহমেদ, হরিরামপুর (মানিকগঞ্জ):: মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার নয়ারহাটে অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হরিরামপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার নয়ারহাটে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, উপজেলার নয়ারহাটে অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। জালগুলো রবিবার নয়ারহাটের সাপ্তাহিক হাটে বিক্রির জন্য আনা হয়েছিলো। তবে, অভিযানের সময় বিক্রেতারা জাল ফেলে পালিয়ে গেছে। জব্দকৃত জাল আগামীকাল পুড়িয়ে ধ্বংস করা হবে।