মামুন আব্দুল্লাহ:: মানিকগঞ্জে দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান।
গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট মানিকগঞ্জ জেলার সভাপতি আব্দুর রাজ্জাক রাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম রাজা, আরো উপস্থিত ছিলেন- বাচামারা ডিগ্রি কলেজের অধ্যাপক মো. রকুনুর রহমান, তালুকহাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি মো. মহসিন মিয়া, সাংবাদিক মামুন আব্দুল্লাহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন ও গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট মানিকগঞ্জ সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
এ সময় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতারণ করা হয়।