মামুন আব্দুল্লাহ, মানিকগঞ্জ থেকে:: মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে অবৈধ ৪০০০ মিটার চায়না জাল জব্দ করা হয়। দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এ্যাক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া এ অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি মৎস্য রক্ষা ও সংরক্ষণ ১৯৫০ আইন অমান্য করার কারণে ২ জনকে ১০০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রনি সাহা, এস আই মেহেদী হাসানসহ পুলিশ সদস্যরা।
মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রনি সাহা বলেন- চায়না জাল দেশের মৎস্য সম্পাদকে ধ্বংস করছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে। পরে জব্দকৃত ৪০০০ মিটার জাল ধ্বংস করা হয়।