স্পোর্টস ডেস্ক:: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ঘোষণা দিয়েছেন ওপেনার তামিম ইকবাল।
বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তার মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
আজ দুপুর ১টা ৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন।
ভিডিওবার্তায় সরে দাঁড়ানোর কারণ হিসেবে তামিম উল্লেখ করেন, ২০১৮ সালের পর থেকে গত পৌনে তিন বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই ওপেনার।
মূলত এ কারণেই তিনি নিজেকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নিয়েছেন। তবে এখনই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেননি তামিম।
তার এই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে অবহিত করেছেন বলে জানান তিনি।
বিস্তারিত আসছে…