বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ গণধর্ষণের শিকার তরুণী – News Portal 24
ঢাকাTuesday , ২১ সেপ্টেম্বর ২০২১

বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ গণধর্ষণের শিকার তরুণী

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ২১, ২০২১ ১১:৪১ পূর্বাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে সহকর্মী বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ গণধর্ষণের শিকার হয়েছেন গার্মেন্টস কর্মী এক তরুণী।

গত সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে ভূজপুর থানাধীন দাঁতমারা ইউপির পূর্ব সোনাই লাল বাইন্তির পার্শ্বে রাবারবাগানে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দাঁতমারা ইউপির নতুনপাড়া গণি সওদাগর বাড়ির মো. আব্দুল হকের পুত্র আরিফ হোসেন (২৫), একই ইউনিয়নের পূর্ব সোনাই গ্রামের হুদা মিয়ার পুত্র নুর মিয়া প্রকাশ মনু মিয়া (২৫), ২ নং ওয়ার্ডের ফরিদ মিয়ার পুত্র মো. জাকির হোসেন (৩৫) ও কড়ই বাগান এলাকার মৃত মনা মিয়ার পুত্র জাকির হোসেন প্রকাশ মহিবুলকে (২২) গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, হ্যাপি আক্তার (২১) ছন্দনামের গার্মেন্ট কর্মী হেয়াকোর তার সহকর্মী বান্ধবীর মা জনৈক জ্যোৎস্না আক্তারকে মা ডাকেন। গত ১০/১২ দিন পূর্বে জনৈক জ্যোৎস্না বেগমের বাড়িতে বেড়াতে যায় ওই কিশোরী।

সেখানে স্থানীয় মো. আরিফ হোসেনের সাথে প্রেমের সম্পর্কে গড়ে উঠে। পরে ওই কথিত প্রেমিক আরিফ হোসেন তার মায়ের কাছে নিয়ে যাবে বলে ওই কিশোরীকে ফুসলিয়ে গত সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে দাঁতমারা পূর্ব সোনাই ভাংতির পার্শ্বে রাবারবাগানে ভিতরে নিয়ে যায়।

পরে ওই কথিত প্রেমিকসহ তার তিন বন্ধু মিলে ওই গার্মেন্ট কর্মীকে গণধর্ষণ করে।

দাঁতমারা পুলিশ দাঁতমারা তদন্তকেন্দ্রের ইনচার্জ গোলাম আফছার জানান, থানায় মামলা হওয়ার পর সোমবার রাতে অভিযান চালিয়ে আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।।