ঢাকাTuesday , ২১ সেপ্টেম্বর ২০২১

ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযানে আটক -১

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ২১, ২০২১ ১০:৩৬ পূর্বাহ্ন
Link Copied!

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৭৫ বোতল নেশা জাতীয় ভারতীয় এস্কাফ সিরাপ সহ এক মাদক চোরাকারবারি কে আটক করেছে।

আটক চোরাকারবারির নাম ইউনুস আলী (২৪)। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের উত্তর বিদ্যাবাগিশ গ্রামের মহিরুদ্দিনের ছেলে।

জানা গেছে, সোমবার সন্ধা সাড়ে ৬ টার দিকে সীমান্ত এলাকা থেকে বাইসাইকেল যোগে বস্তাভর্তি এস্কাফ সিরাপ নিয়ে উপজেলার চান্দের বাজার হতে বিদ্যাবাগিশ গামী পাকা রাস্তা দিয়ে যাচ্ছিল ইউনুস।

ফুলবাড়ী থানা পুলিশের একটি অভিযানিক দল এ সময় তাকে হাতেনাতে আটক করে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি ইউনুসকে আগামী কাল জেল হাজতে পাঠানো হবে।