বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনার কারণে দীর্ঘ প্রায় আঠারো মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উদ্বেগ জনক হারে ঘটেছে বাল্যবিবাহের ঘটনা। উপজেলার মাধ্যমিক স্তরের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাল্যবিবাহের শিকার হয়েছে। এমন পরিস্থিতিতে বাল্যবিবাহ, বৈষম্য প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সেচ্ছাসেবী সামাজিক সংগঠন অপ্রতিরোধ্য কুড়িগ্রাম এর সহযোগিতায় ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্প লাইন’র আয়োজনে সোমবার দুপুর ১২টায় উপজেলার বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনটির সভাপতি এনামুল হক বসুনিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন – অপ্রতিরোধ্য কুড়িগ্রাম ও করোনা আপডেট কুড়িগ্রাম এর প্রতিষ্ঠতা অন্তু চৌধুরী, সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ ও ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্পলাইনের উপদেষ্টা রফিকুল ইসলাম, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, বড়ভিটা ইউনিয়ন পরিষদ সদস্য মজিবর রহমান প্রামানিক, সেচ্ছাসেবক ইমামুল ইসলাম, ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্পলাইন এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আরিফ প্রমুখ।
এসময় সংগঠনটির অন্যান্য সদস্য, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্পলাইন এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আরিফ জানিয়েছেন, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলার মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে মতবিনিময় আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি সকলের সহযোগিতায় আমাদের এ তৎপরতা অব্যাহত থাকবে।