ঢাকাWednesday , ২২ সেপ্টেম্বর ২০২১

ফুলবাড়ীতে দুই দিনব্যাপী বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শুরু

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ২২, ২০২১ ৫:০৯ অপরাহ্ন
Link Copied!

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: “শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিন ব্যাপী বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ৬ষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড ২০২১ শুরু হয়েছে।

বুধবার সকাল ৯ টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজর হলরুমে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।

এ সময় ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মেয়েরা এখন বাংলাদেশের সম্পদ : শহীদ জায়া শ্যামলী নাসরিন