ঢাকাThursday , ২ সেপ্টেম্বর ২০২১

ফুলবাড়ীতে মাদক বিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ২, ২০২১ ১:৫৪ অপরাহ্ন
Link Copied!

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: খেলাধুলা বারে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ জাকির হোসেন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাসুদ হোসেন, পরিদর্শন ( তদন্ত) সারোয়ার পারভেজ, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনুসহ আরো অনেকে। উপজেলার আটটি দল চারটি গ্রুপে এ তাই অংশগ্রহণ করবে।

উদ্বোধনী খেলা বাদে আগামী শুক্রবার ৬ গ্রুপে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ একাদশ বনাম বড়ভিটা ইউনিয়ন পরিষদ একাদশ শনিবার দ্বিতীয় রাউন্ডে গ্রুপ এর বিজয়ী দল বনাম গ্রুপ সির বিজয়ী দল এবং বিরোধী দল বনাম গ্রুপ ডি এর বিজয়ী দল এবং রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ফাইনালে গ্রুপ বিজয়ী দল বনাম বিডি গ্রুপ বিজয়ী দল অংশগ্রহণ করবে।