প্রধানমন্ত্রীকে ‘মুকুট মণি’ আখ্যায় ফুলবাড়িতে ছাত্রলীগের আনন্দ মিছিল – News Portal 24
ঢাকাThursday , ২৩ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রীকে ‘মুকুট মণি’ আখ্যায় ফুলবাড়িতে ছাত্রলীগের আনন্দ মিছিল

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৬:২৩ অপরাহ্ন
Link Copied!

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: প্রধানমন্ত্রী হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান এবং ‘মুকুট মণি’ হিসেবে আখ্যায়িত করায় আনন্দ মিছিল করেছে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ।
মিছিলটি কলেজ রোড থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জিরো পয়েন্টের সামনে মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রলীগের নেতা মেহেদী হাসান বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। দারিদ্র্য বিমোচন, সুরক্ষা, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতে শেখ হাসিনার মডেল সারা বিশ্বে পরিচিত হয়েছে। তিনি আজ দেশরত্ন থেকে বিশ্বরত্ন হিসেবে পরিচিত লাভ করেছেন।
জননেত্রী শেখ হাসিনা এই করোনাকালেও দেশের উন্নয়নকে অব্যাহত রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
দেশরত্নের নেতৃত্ব থেকে অনেক কিছু শেখার আছে। ‘দারিদ্র বিমোচন, শান্তি রক্ষা, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং করোনকালে বাংলাদেশের অগ্রগতি ধরে রাখার জন্য আমাদের প্রধানমন্ত্রী বিশেষ পুরষ্কারে ভূষিত হয়েছেন। ছাত্রলীগের পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।’

আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে ফুলবাড়ী উপজেলার ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।