পাকুন্দিয়ায় আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল – News Portal 24
ঢাকাSunday , ২৬ সেপ্টেম্বর ২০২১

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১১:১০ অপরাহ্ন
Link Copied!

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ছাত্রলীগের নেতা-কর্মীরা।

রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ছাত্রলীলের নেতা খায়রুল ইসলাম এবং নাজমুল এর নেতৃত্ব উপজেলার পাটুয়াভাঙ্গা দরগা বাজারের শিখর থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্হানে এসে শেষ হয়।

এসময় ছাত্রলীগ নেতারা সাবেক সাংসদ এডভোকেট সোহরাব উদ্দিন কে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নির্বাচিত করায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজলকে হোসেন সহ জেলা আওয়ামী লীগের সকলের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।