মোকারিম হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মো নাহিদ হাসান সুমন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, প্রশাসনের কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্ধ।
বক্তাগণ ২৮ ও ২৯ সেপ্টেম্বর প্রায় ১৫ হাজার জনগণ কে টিকা দেওয়ার হয়েছে এবং ৪২ হাজার জনগোষ্ঠী টিকার অপেক্ষায় আছে। বর্তমান কোভিড—১৯ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।