স্পোর্টস ডেস্ক:: ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসের উপর হামলার পর এলোমেলো হয়ে যায় পাকিস্তানের ক্রিকেট। দীর্ঘ ৯ বছর কোনও দল সফর করেনি পাকিস্তানে।
এই হামলার নেপথ্যে কারা ছিল এতদিনও কোনও তদন্ত সংস্থা কিছু জানায়নি। তবে হামলার দীর্ঘ ১২ বছর পর করাচিভিত্তিক পত্রিকা দ্য নিউজ ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে দাবি করছে, লাহোরে শ্রীলঙ্কা দলের উপর হামলা করিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা!
দ্য নিউজ ইন্টারন্যাশনাল দাবি করেছে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) নিরাপত্তা হুমকি সংক্রান্ত গোপন গোয়েন্দা প্রতিবেদন।
সিআইডির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দ্য নিউজ ইন্টারন্যাশনাল লিখেছে, সিআইডির দেয়া তথ্যে উল্লেখ ছিল, শ্রীলঙ্কা দলের উপর হামলা হতে পারে হোটেলে কিংবা মাঠে যাওয়ার সময় টিম বাসে।
৩ মার্চ ২০০৯, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে খেলতে টিম হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার পথে শ্রীলঙ্কা দলের বাসে হামলা চালায় সন্ত্রাসীরা। ওইদিনের হামলায় ১২ জন বন্দুকধারী গুলিবর্ষণ করে লঙ্কা দলের বাসে।
সিআইডির প্রতিবেদনে জানানো হয়েছে, ওই হামলায় আহত হন শ্রীলঙ্কা দলের ছয়জন সদস্য। আহত হন ছয় পুলিশ সদস্য এবং নিহত হন দুজন সাধারণ নাগরিক।
দ্য নিউজ ইন্টারন্যাশনালের চার পয়েন্টের প্রতিবেদনে লেখা হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের এজেন্টদের নির্দেশ দেয় লাহোরে শ্রীলঙ্কা দলের বাস হোটেল কিংবা স্টেডিয়ামের পথে থাকাকালীন হামলা চালাতে।
২০০৯ সালে হামলার পর শ্রীলঙ্কা দল দেশে ফিরে যায়। এরপর লম্বা সময় ধরে পাকিস্তানে অনুষ্ঠিত হয়নি আন্তর্জাতিক কোনও ম্যাচ। ২০১১ সালে যৌথ বিশ্বকাপ আয়োজনও করতে পারেনি দেশটি।
এই অচলাবস্থা সচল করতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে শেষ পর্যন্ত দেশটিতে ক্রিকেট ফেরানো হয়। জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, বিশ্ব একাদশের সঙ্গে সিরিজ খেলে পাকিস্তান। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সুষ্ঠভাবে সম্পন্ন করা হয়।
সবশেষ নিউজিল্যান্ড দলও পাকিস্তান সফর করতে যায় দীর্ঘ ১৮ বছর পর নিউজিল্যান্ড দলও পাকিস্তান সফরে যায় চলতি মাসে। তবে সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে নিরাপত্তা শঙ্কায় সফর বাতিল করে দ্রুত পাকিস্তান ত্যাগ করে।
এরপর ইংল্যান্ডও তাদের পাকিস্তান সফর বাতিল বলে জানিয়েছে। এমন অবস্থায় আবারও শঙ্কটে পড়েছে দেশটির ক্রিকেট। সূত্র: আরটিভি নিউজ