ধামরাইয়ে ঋনের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা – News Portal 24
ঢাকাSunday , ১৯ সেপ্টেম্বর ২০২১

ধামরাইয়ে ঋনের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৯:২৫ অপরাহ্ন
Link Copied!

আব্দুর রাজ্জাক, নিজস্ব প্রতিবেদক:: ঢাকার ধামরাইয়ে ঋণগ্রস্ত হয়ে মানসিক চাপে সঞ্জিত রাজবংশী (২০) নামে এক মাছ ব্যবসায়ী ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া (মাঝি পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সঞ্জিত রাজবংশী ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের বীরেন রাজবংশীর ছোট ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ক্রিকেট খেলায় বাজি খেলে অনেক টাকা হেরে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলো। অনেকেই তার কাছে টাকা পেতো। কিন্তু টাকা পরিশোধে ব্যর্থ হচ্ছিলো সে। এক পর্যায়ে আজ বিকেলের দিকে নিজের ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

এবিষয়ে কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে নিখোঁজ ১১ জেলের সন্ধান মিলেছে ভারতে