মামুন আব্দুল্লাহ, মানিকগঞ্জ থেকেঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ক্যান্সার আক্রান্ত অসহায় শিক্ষক নিরঞ্জন বসাককে ২ লক্ষ টাকা অর্থ অনুদান দিয়ে পাশে দাঁড়ালেন শিক্ষক সমাজ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩.০০ ঘটিকায় সময় উপজেলা পরিষদের অফিস কক্ষে শিক্ষক সমাজের সদস্যদের উপস্থিতে মানবিক অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুদান হস্তান্তর কালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম রাজা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহসিন মিয়া, শিক্ষক নেতা গোলাম মোহাম্মদ জার্জিস, এসএম মুজাহারুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মাহমুদ হোসেন, মোঃ আতোয়ার রহমান, মোঃ জুয়েল আহমেদ, সাংবাদিক মামুন আব্দুল্লাহ প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা মানবিক এই কাজের জন্য শিক্ষক সমাজকে ধন্যবাদ জানান।