দুবাই-আবুধাবী সীমান্ত উন্মুক্ত, লাগবে না করোনা সনদ – News Portal 24
ঢাকাMonday , ২০ সেপ্টেম্বর ২০২১

দুবাই-আবুধাবী সীমান্ত উন্মুক্ত, লাগবে না করোনা সনদ

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ২০, ২০২১ ১২:৩৫ অপরাহ্ন
Link Copied!

অনলাইন ডেস্ক:: গত রোববার (১৯ সেপ্টেম্বর) আমিরাতের অন্যান্য প্রদেশ থেকে আবুধাবি প্রবেশ করতে করোনার সনদ প্রদর্শনের আইনটি তুলে নেওয়া হয়েছে। এতে করে অভ্যন্তরীণ সীমান্তের করোনা বিধিনিষেধ আইনটি আর থাকছে না।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি প্রশাসন করোনার সংক্রমণ প্রতিরোধে অভ্যন্তরীণ সীমানায় বিধিনিষেধ জারি করে। গেল বছর আবুধাবি ও আল আইনে প্রবেশ করতে অন্যান্য প্রদেশের বাসিন্দাদের করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছিল।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। প্রতিদিন শনাক্তের হার ০.০২ শতাংশে নেমে এসেছে।