ঠাকুরগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি সুজন ও সম্পাদক সোহেল – News Portal 24
ঢাকাSunday , ২৬ সেপ্টেম্বর ২০২১

ঠাকুরগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি সুজন ও সম্পাদক সোহেল

নিউজ পোর্টাল ২৪
সেপ্টেম্বর ২৬, ২০২১ ২:৪৭ অপরাহ্ন
Link Copied!

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ে উৎসবমূখর পরিবেশে জেলা ট্রাক,ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। গত শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে সুজন আলী (ছাতা) ১ হাজার ৮১৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যকরী সভাপতি পদে সোহরাব হোসেন (কুঁড়ে ঘর) ১ হাজার ৬১৫ ভোট, সাধারণ সম্পাদক পদে সোহেল রানা (হাতি) ২ হাজার ৯২ ভোট, সহ সভাপতি পদে কামাল হোসেন (ময়ুর) ১ হাজার ৮৬৯ ভোট, অর্থ সম্পাদক পদে আমির হোসেন বুলেট (ট্রাক্টর) ১ হাজার ৭৯৩ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে সাইদুর রহমান (হরিণ) ৯২৪ ভোট, দপ্তর সম্পাদক পদে হারুন রশিদ ভূইয়া (দোয়াত কলম), ১ হাজার ৫২০ ভোট, প্রচার সম্পাদক পদে আব্দুল কুদ্দুস (টেলিফোন) ১ হাজার ৪৪৫ ভোট, সড়ক সম্পাদক পদে গোলাম মোস্তফা উজ্জল (চাঁদ) ১ হাজার ২৪৩ ভোট, সহ- সড়ক সম্পাদক পদে হারুন মানিক পেন্টু মিয়া (টেবিল) ১ হাজার ৬৫৮ ভোট, সদস্য পদে রুহুল আমিন (টায়ার) ২ হাজার ১৩৯ ভোট, আব্দুল হাকিম (মই) ১ হাজার ৪২০ ভোট , বাবুল ইসলাম (মোরগ) ২ হাজার ১৭৪ ভোট, মশিউর রহমান (হাঁস) ১ হাজার ২৫৬ ভোট ও আব্দুর রাজ্জাক (পিক আপ) ১ হাজার ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হন।মোট ১৭ সদস্য বিশিস্ট কমিটির মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শাহীন কাদির ও সহ সাধারণ সম্পাদক পদে মো. একরামুল হক বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এ্যাড. মো. আব্দুল রহিম, সদস্য এ্যাড. মো. ইমরান চৌধুরী, এ্যাড. নাসিরুল ইসলাম নাসির, দেবাশীষ দত্ত সমীর, মারুফ হোসেন। নির্বাচন পরিচালনা উপ-কমিটিতে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক আহবায়ক সভাপতি ইসরাফিল, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রমেশ চন্দ্র রায়, সাবেক আহবায়ক সদস্য মকলেশ ও সাবেক আহবায়ক সদস্য হিসেবে আব্দুর রাজ্জাক দায়িত্ব পালন করেন।