মো. আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:: ঝিনাইদহ জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় শৈলকূপা উপজেলার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের উদ্যোগে বজ্রপাত ও সাপের কামড় প্রতিরোধে জনসচেতনতার জন্য নানা বিষয়ে বক্তব্য ও লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ (২৫শে সেপ্টেম্বর) শনিবার সকাল থেকে হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের আওতায় সকল বাসস্ট্যান্ড, বাজার ও পাড়া মহল্লায় সকলকেই বজ্রপাত ও সাপের কামড় বিষয়ে সচেতন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা করা হয়।
এসময় স্থানীয় ও আগত পথচারীদের হাতে সচেতনতা মূলক লিফলেট তুলে দেয়া হয়।
এ ব্যাপারে হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের আই সি তৌফিক আনাম বলেন, বজ্রপাত ও সাপের কামড় সম্পর্কে আমার দ্বায়িত্বরত এরিয়ার সকল ইউনিয়ন বাসীদের সচেতনতা বৃদ্ধি করার জন্য জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় সকল রকম জনসচেতনতা সৃষ্টির জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
যেকোনো প্রাকৃতিক দূর্যোগে সব ধরণের সামাজিক কাজ ও জনসচেতনামূলক কাজ করার দৃড় প্রত্যয় ব্যক্ত করছি বলে তিনি জানান।